ঢাকা: সেবাখাতের রপ্তানি আয় বিদেশে বিনিয়োগ করা যাবে না। একই সঙ্গে আয়ের অর্থ চার মাসের মধ্যে দেশে আনতে হবে।
এসব নির্দেশনা না মানলে বৈদেশিক মূদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, সেবা রপ্তানি আয়ের অর্থ দিয়ে বিদেশে মূলধনী বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চ্যুয়াল সম্পদ ক্রয় করা যাবে না। সেবা রপ্তানি আয় দেশে আনার সুবিধার্থে বিদেশে শুধু মার্চেন্ট হিসাব পরিচালনা করা যাবে। এই হিসাবের বাইরে ক্রিপ্টোকারেন্সি বা বা অন্য মূদ্রায় হিসাব খোলা যাবে না। একই সঙ্গে রপ্তানি আয়ের অর্থ চার মাসের মধ্যে দেশে আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে না আনা এবং বিনিয়োগ করা বৈদেশিক মূদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসই/এমজেএফ