ঢাকা: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় উপমন্ত্রী হোন্ডা তারো জানিয়েছেন, বিগত ১০ বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ তিনগুণ হয়েছে। তবে বাংলাদেশে বিনিয়োগে জাপানিদের সমস্যায় পড়তে হচ্ছে।
রোববার ( ২৮ নভেম্বর) বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে জাপানি উপমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।
বার্তায় হোন্ডা তারো উল্লেখ করেন, গত ১০ বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ তিনগুণ হয়েছে৷ আগামীতেও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান।
তিনি বলেন, বাংলাদেশে জাপানিদের বিনিয়োগে সমস্যায় পড়তে হচ্ছে। এসব সমস্যার মধ্যে রয়েছে কাস্টমস ক্লিয়ারেন্স, নানা ধরনের কর আরোপ, টেলিগ্রাফিক পদ্ধতিতে আমদানির অর্থ পরিশোধ ইত্যাদি।
উপমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন যেমন মেট্রো রেল, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে সহায়তা দিচ্ছে। আগামী দিনেও বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা দেবে তার দেশ।
উল্লেখ্য, রোববার (২৮ নভেম্বর) ঢাকায় দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এই সম্মেলনের আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
টিআর/এমএমজেড