ঢাকা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হলে সরকারও সেভাবেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন প্রস্তাব দিলে বিবেচনা করবেন। আপনার মতামত কি? উত্তরে অর্থমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটিই আমাদের সবার বক্তব্য। এখনও এটি ফেক্সিবল স্টেজে আছে। কখনো বাড়ছে, আবার কমছে। যখন স্ট্যাবল কন্ডিশনে আসবে, আমার বিশ্বাস প্রতিমন্ত্রী যা বলেছেন, আশাকরি সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন তেলের দাম কমোনোর দাবি জানিয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশেও দাম কমানো হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে দাম কমানোর প্রস্তাব পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন>>
>>> অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ০১,২০২১
জিসিজি/এমএমজেড