ঢাকা: তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৩২ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২২৮ টাকায় সমন্বয় করা হয়েছে। শুক্রবার থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে।
এর আগে গত ৪ নভেম্বর ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
আরকেআর/এমজেএফ