ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নাটোর সুগার মিলে শ্রমিক বিক্ষোভ

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

নাটোর: মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের  দাবিতে এবার বিক্ষোভ করেছেন নাটোর সুগার মিলের শ্রমিকরা-কর্মচারীরা।

সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিক-কর্মচারীরা মিছিল শুরু করেন।

মিছিল শেষে মিল প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা মজুরি কমিশন বাস্তবায়নে শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করার আশ্বাস দিলে সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা করখানায় ফিরে যায়।

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় চিনি কলগুলোতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অসন্তোষ থেকেই সোমবার সকালে বিক্ষব্ধ শ্রমিকরা মিছিল বের করেন।

শ্রমিক বিক্ষোভের কথা স্বীকার করে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্রমিকরা কাজ ফেলে হঠাৎ করেই বিক্ষোভ শুরু করলেও বিক্ষোভ শেষে তারা কাজে যোগ দিয়েছেন।

মজুরি কমিশন প্রসঙ্গে তিনি বলেন, সরকার দেশের সব চিনিকলে মজুরি কমিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। অক্টোম্বর মাসের মধ্যেই মজুরি কমিশন বাস্তবায়ন হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত শনিবার একই দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad