ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদার ইস্যুতে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ জানুয়ারি) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, পিকে হালদার ইস্যুতে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে নোটিশ পাঠিয়েছে দুদক। দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান মঙ্গলবার (১৮ জানুয়ারি) এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশ ২৪ জানুয়ারি সকাল ১০ থেকে সাড়ে ১১টার মধ্যে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে।
যে চারজন কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়েছে এরা হলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের উপপরিচালক মো. হামিদুল আলম, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সহকারী পরিচালক মো. কাদের আলী ও যুগ্ম পরিচালক এ.বি.এম মোবারক হোসেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এসএমএকে/এসআইএস