ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭ বছরে পা রাখলো স্বপ্নের গুলশান-১-র শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
৭ বছরে পা রাখলো স্বপ্নের গুলশান-১-র শাখা ৭ বছরে পা রাখলো স্বপ্নের গুলশান শাখা।

ঢাকা: ৭ বছরে পা রাখলো দেশের নাম্বার ওয়ান সুপারশপ স্বপ্নের গুলশান ১ নম্বরে অবস্থিত শাখাটি। এই আউটলেটটি ২০১৫ সালে যাত্রা শুরু করেছিল।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল পুরো আউটলেট প্রাঙ্গণ।

বৃহস্পতিবার দুপুরে আউটলেটে আসেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র হেড অব অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, হেড অব বিজনেস ডেভলপমেন্ট এহসান মাহবুব, সিনিয়র রিজিওনাল অপারেশন ম্যানেজার কামরুজ্জামান স্বাধীন, রিজওনাল অপারেশন ম্যানেজার আশরাফুল ইসলাম, হেড অব বিজনেসের (পিঅ্যান্ডপি) সৈয়দ মমতাজ উদ্দিন, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট নুরুল হাসান রুপক, হেড অব কাস্টমার একুইজিশন এস.এন. নাজনীন, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী, গুলশান ১ শাখার আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, জুয়েল হাসান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীর্ষ ১০ জন গ্রাহকের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।