ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রপ্তানিতে ভর্তুকি পাবে ৫৫ অনলাইন মার্কেটপ্লেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
রপ্তানিতে ভর্তুকি পাবে ৫৫ অনলাইন মার্কেটপ্লেস

ঢাকা: বাংলাদেশ থেকে সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা পাবে ৫৫টি অনলাইন মার্কেটপ্লেস।  

রোববার (৩০ জানুয়ারি) এবিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এতে বলা হয়েছে, অনলাইন/আন্তর্জাতিক মার্কেটপ্লেস এর সহায়তায় সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা প্রযোজ্যতার ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রাথমিকভাবে নির্বাচিত ৫৫টি স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস উপযুক্ত হিসেবে বিবেচিত হবে।  

তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।