ঢাকা: গত ১৮ অক্টোবর আদালত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি দেখভাল করতে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির ইভ্যালির কার্যালয়ে এসেছেন সেই কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। একটু পরই খোলা হবে ইভ্যালির ধানমন্ডির অফিসের লকার। ইভ্যালির ধানমন্ডির অফিসে ধানমন্ডি থানার একটি দলও উপস্থিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জনুয়ারি ৩১, ২০২২
এমএমআই/এএটি


