ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাকিবের ব্রোকারেজ হাউজের লেনদেন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সাকিবের ব্রোকারেজ হাউজের লেনদেন শুরু

ঢাকা: বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংয়ে লেনদেন শুরু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ লেনদেন শুরু হয়।

মতিঝিলের সিটি সেন্টারের লেভেল ৩২ এ মোনার্ক হোল্ডিং অবস্থিত।

এ ব্যাপারে মোনার্ক হোল্ডিংয়ে সিইও মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে সফলতার সঙ্গে আমাদের শেয়ার কেনা-বেচা শুরু হয়েছে। নতুন এই প্রতিষ্ঠানের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এরই মধ্যে অনুমোদন পাওয়া সাকিব আলহাসানের ব্রোকারেজ হাউজকে স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তিন ডিজিটের আইডি এবং ছয় ডিজিটের নম্বর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর ৫৫টি ব্রোকারেজ হাউজ বা ট্রেককে (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) লাইসেন্স দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গত ২০ জানুয়ারি আরও  তিনটি ব্রোকারেজ হাউজ অনুমোদন পাওয়ায় এখন এ তালিকা বেড়ে হয়েছে ৫৮টি। এতে ডিএসই’র সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেকের সংখ্যা দাঁড়াচ্ছে ২৮৩টিতে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
এসএমএকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।