ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিসিবির ট্রাক থেকে ক্রেতাদের টার্গেট তেল

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
টিসিবির ট্রাক থেকে ক্রেতাদের টার্গেট তেল ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা: নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর বিভিন্ন জায়গায় টিসিবির ট্রাক থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে সয়াবিন তেল, পিয়াজ, মসুরের ডাল ও চিনি।

এসব পণ্য কিনতে প্রতিদিন সকাল থেকেই  ভিড় করে নিম্নআয়ের মানুষ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী কাজলা, গুলিস্তান, বাড্ডা, মিরপুর, সচিবালয়ের সামনে প্রতিদিনই টিসিবির পণ্য কিনতে ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষের। কিন্তু এসব টিসিবি ট্রাক থেকে ক্রেতাদের বেশিরভাগ চাহিদা সয়াবিন তেলের।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের হাতে যেসব পণ্য দেয় তা চাহিদার তুলনায় অনেক কম। চিনি ৫০০ কেজি, ডাল ৪০০ কেজি, সয়াবিন তেল ৬০০ কেজি ও পিয়াজ ৪০০ কেজি। কিন্তু এই পণ্যে ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না ডিলাররা।

তাছাড়া এসব ট্রাক থেকে প্রতিদিন একাধিক লোক দুই থেকে তিনবার পণ্য কিনতে দেখা যায়। যে কারণে ডিলাররা চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে।

রাজধানীর আনন্দবাজার থেকে আসা মর্জিনা বেগম জানান, আমি প্রতিদিনই এখান থেকে পণ্য কিনি। দুই মেয়েকে সঙ্গে নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়াই। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরে বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে কোনোমতে সংসার চালাই।

মর্জিনার মতো আরো অনেকেই এভাবে পণ্য কিনতে দেখা যান প্রতিদিন।  

টিসিবির পণ্য বিক্রেতা রাসেল ও সাঈদ বাংলানিউজকে জানান, সকাল থেকে দেখছি অনেকে দুই/তিনবার এসে কিনছে। আবার কেউ কেউ লাইনের বাইরে থেকে এসে পণ্য চাইছে। এছাড়াও পণ্য না দিলে অনেকে দুর্ব্যবহার করে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।