রাজশাহী: সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে রাজশাহী মহানগর এলাকায় রাত ৮টার মধ্যে দোকানপাট, রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান, শপিংমল ও বিনোদন কেন্দ্র বন্ধের বিধিনিষেধ স্থগিত করেছে জেলা প্রশাসন।
করোনা সংক্রমণ আবারও নিম্নমুখী হওয়ায় রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল আগের আদেশ স্থগিত করে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এই ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
এর আগে গত ২৮ জানুয়ারি করোনা সংক্রমণ বাড়ায় রাত ৮টার মধ্যে সবকিছু এসব কিছু বন্ধের জন্য বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যা ২৯ জানুয়ারি থেকে কার্যকর করা হয় এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত অব্যাহত ছিল।
তবে রাজশাহীতে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় সেই আদেশ স্থগিত করা হয়েছে, সোমবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীসহ সারাদেশে সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রজ্ঞাপনটি বলবৎ থাকবে।
>>>আরও পড়ুন: শনিবার থেকে রাত ৮টায় দোকানপাট বন্ধ করতে হবে রাজশাহীতে
https://www.banglanews24.com/national/news/bd/908806.details
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসএস/এমএমজেড