ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
রমজানে পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি

ঢাকা: পবিত্র রমজান মাসে পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের উভয় বাজারে লেনদেন হবে।

আর সরকারি নির্দেশনা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম চলবে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কার্যক্রম চলবে।

বুধবার (৩০ মার্চ) বিএসইসি সহকারী পরিচালক মো. রায়হান কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসই ও সিএসই ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই চলবে লেনদেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।