ঢাকা: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ভালো হলে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৩০ মার্চ) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এলএনজির দাম বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩৫ ডলার, আগে ছিলে ৩৬.৭০ ডলার। আজকে তো ভালো সংবাদ আছে, যুদ্ধ হয়তো থেমে যেতে পারে। হয়তো দাম কমবে। যুদ্ধ পরিস্থিতি ভালো হলে দাম কমবে।
মরক্কো থেকে সার আমদানির বিষয়ে তিনি বলেন, মরক্কো থেকেও আমরা সার আনি। যারাই দিতে চায় আনি। আমাদের লিস্টেড কোম্পানি আছে, শর্ট লিস্টেড কোম্পনিগুলো থেকেই আমরা ক্রয় করে থাকি।
শ্রীলঙ্কা আরও ২৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যে ঋণ দিয়েছি, সেটা সম্পর্কে আমি জানি। কিন্তু নতুন করে আরও চেয়েছে কিনা, সেটা আমার কাছে আসেনি। যখন এ ধরনের প্রস্তাবের কথা জানব তখন অবশ্যই আপনাদের জানাব।
সার্বজনীন পেনশন আইনের খসড়া প্রকাশ হয়েছে। প্রাইভেট সেক্টরের কর্মচারীরা পেনশনে অংশ নিলে প্রতিষ্ঠান একটি অংশ বহন করবে কিনা, সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এটা আমাদের এখনও স্টাডি পর্যায়ে আছে। চূড়ান্ত করলে আপনাদের জানাতে পারব। আপনাদের অভজারভেশনও নেব। আনুষ্ঠানিকভাবে আমরা সবার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাই।
পরিচয় অ্যাপস প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পরিচয় নামের অ্যাপসটি আজকে আমরা অনুমোদন দেইনি। যখন অনুমোদন দেব তখন আমিও জানব, আপনিও জানবেন। আজকের এজেন্ডায় এটা ছিল। কিন্তু আমাদের কিছু অবজারভেশন ছিল, সেটা দিয়ে পরে আবার নিয়ে আসতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জিসিজি/এমজেএফ