ভোলা: ভোলার চরফ্যাশনে উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিমেন্টের হালখাতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ ফ্যাশন এলাকায় বসুন্ধরা সিমেন্টের ডিলারের বাসভবনে এ হালখাতা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চরফ্যাশন মোসলে উদ্দিন অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী ও বসুন্ধরা সিমেন্টের ডিলার মো. রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি ম্যানেজার (বরিশাল ডিভিশন) মো. হাফিজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার (এএসএম) কেএম শহিদুল ইসলাম, টিএসএম মো. শাহিন প্রমুখ।
হালখাতায় চরফ্যাশনের ১৫০ জন রিটেইলার (খুচরা বিক্রেতা) অংশ নেন। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সেরা বিক্রেতাদের মধ্যে পাঁচজনকে পুরস্কৃত করা হয় এবং অন্যদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।
দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় তাদের গুনে-মানে সেরা পণ্য সরবরাহ করে আসছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসআরএস