ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদ উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
ঈদ উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা আটদিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার (২৯ এপ্রিল)। এই সময়ে বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে পরবর্তী ৮ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ৭ মে শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবারও যথারীতি শুরু হবে।

ভোমরা শুল্ক বিভাগের সহকারী কমিশনার আমীর মামুন বাংলানিউজকে জানান, ৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।