আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। দেশের ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের সভাপতি সায়েম সোবহান আনভীর এবার ঈদের বন্ধে জুয়েলারি প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা জোরদারকরণের অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে চিঠি দিয়েছেন।
গত ২৬ এপ্রিল আইজিপিকে দেওয়া চিঠিতে বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বলেন, ঈদের লম্বা ছুটির কারণে বাংলাদেশের প্রায় সকল জুয়েলারি মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকে। এ সময়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা- প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন।
চিঠিতে বাজুস সভাপতি আরও বলেন, ঈদের বন্ধে সারাদেশের জুয়েলারি দোকানের বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানসমূহের সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২