ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৩ দিনে বঙ্গবন্ধু সেতুতে লক্ষাধিক গাড়ি পার, টোল আদায় ৯ কোটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ২, ২০২২
৩ দিনে বঙ্গবন্ধু সেতুতে লক্ষাধিক গাড়ি পার, টোল আদায় ৯ কোটি

সিরাজগঞ্জ: গত তিনদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ১ লাখ ১৯ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এসময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এসময়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত গাড়ি পারাপার হয়েছে ৪৩ হাজার ২৫৭টি। টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১ মে) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।  

সোমবার (২ মে) বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।