ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকার উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানির মূলধন শক্তিশালী করবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে ব্যাংকটি।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
এসএমএকে/এনএইচআর