ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল প্রোডাকটিভিটি পুরস্কার পেল প্রিমিয়ার সিমেন্ট 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২২
ন্যাশনাল প্রোডাকটিভিটি পুরস্কার পেল প্রিমিয়ার সিমেন্ট  প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়ে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।  

রোববার (২৯ মে) ঢাকায় একটি হোটেলে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এবার ২৬টি প্রতিষ্ঠানকে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।