ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-যশোদা হসপিটালের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
ওয়ান ব্যাংক-যশোদা হসপিটালের মধ্যে চুক্তি সই

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং যশোদা হসপিটাল হায়দ্রাবাদ ইন্ডিয়ার (প্রতিষ্ঠিত-১৯৮৯) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

যশোদা হসপিটালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ অ্যান্ড ইনভেস্টমেন্ট) কেশব গুপ্ত এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

 
চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডাররা (ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড) পরিজনসহ অগ্রাধিকার ভিত্তিতে সারা বছরব্যাপী যশোদা হসপিটালে (ওপিডি সার্ভিসে) সিটি স্ক্যান এবং এমআরআই সার্ভিসে ২০ শতাংশ ডিসকাউন্টের সুবিধা পাবেন এবং (আইপিডি সার্ভিসে) সিটি স্ক্যান, এমআরআই এবং বেডচার্জে ১৫ শতাংশ ডিসকাউন্টের সুবিধা পাবেন। (এছাড়াও যশোদা হসপিটাল পরিজনসহ সব ওবিএল কর্মকর্তা-কর্মচারীরা এবং কার্ড হোল্ডারদের মেডিক্যাল ভিসা পেতে সহযোগিতাসহ বিনামূল্যে হায়দ্রাবাদ বিমানবন্দর হতে ফ্রি পিকআপ এবং ড্রপ পরিষেবা দেবে)।

সোমবার (৪ জুলাই) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।