ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) দুদিনব্যাপী নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০২২ (এবিসি-২০২২) শুরু হচ্ছে শনিবার (২৭ আগস্ট)।
বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
বার্ষিক ব্যাংকিং সম্মেলনে আটটি প্লেনারি সেশনে ৩০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন। দুদিনের সম্মেলনে দেশি-বিদেশি প্রায় হাজার খানেক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে। ব্যাংকিং সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, দৈনিক বণিক বার্তা ও বিজনেস স্ট্যান্ডার্ড।
২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম। এবার নবম ব্যাংকিং সম্মেলন। ব্যাংকিং এ সম্মেলন শেষ হবে রোববার (২৮ আগস্ট)।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসএমএকে/আরবি