ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে ফের প্রি-ওপেনিং চালু করলো বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
পুঁজিবাজারে ফের প্রি-ওপেনিং চালু করলো বিএসইসি

ঢাকা: আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক চিঠি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। যা আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগে ৫ মিনিট শেয়ার কেনাবেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা।

এর আগে চলতি বছরের ২০ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট।  

এদিকে গত ২৩ আগস্ট পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অন্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের লেনদেনেও সময়সূচিতে পরিবর্তন করে বিএসইসি।

বর্তমানে দেশের ঊভয় শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। এরপর দুপুর ১টা ৫০ মিনিট থেকে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।