ঢাকা: বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানে শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২২ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৫ সেপ্টেম্বর) ডিএফআইএম'র পরিচালক আমির উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, এই প্রজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণীত শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুসরণে উপযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
এতে আরও বলা হয়, বিদ্যমান শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-এর পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন ও সমন্বয় সাধনপূর্বক নীতিমালাটিকে আরও বেশি কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২২’ প্রণয়ন করা হয়েছে। সংশোধিত এই নীতিমালা অনুসরণ করে ২০২১-২০২২ অর্থবছর হতে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার দিতে হবে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসএমএকে/এমজেএফ