পঞ্চগড়: শারদীয় দূর্গাপুজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন দেশের একমাত্র চারদেশিয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ওই সময়ে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এনএইচআর