ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অতীতের চেয়ে বাজুস এখন শক্তিশালী অবস্থানে: শরীয়তপুরে বাজুস নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
অতীতের চেয়ে বাজুস এখন শক্তিশালী অবস্থানে: শরীয়তপুরে বাজুস নেতারা মতবিনিময় সভা

শরীয়তপুর: শরীয়তপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের একটি রেঁস্তোরায় বাজুস শরীয়তপুর জেলার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, বাজুসের সম্মানিত সভাপতি সায়েম সোবহান আনভীর শুধু একটি নাম নয়, তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাজুসের হাত ধরে এখন সম্মানজনক অবস্থায় জুয়েলারি ব্যবসা। বাজুস অনেক পুরোনো সংগঠন কিন্তু সায়েম সোবহান আনভীর সভাপতি হওয়ার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাজুস এখন শক্তিশালী অবস্থানে রয়েছে।  

বক্তারা আরও বলেন, নিজেদের মতভেদ ভুলে বাজুসের নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে সব সমস্যার সমাধান হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এখনও সদস্য হননি তাদের সদস্য হয়ে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে জুয়েলারি ব্যবসা আরও এগিয়ে যাবে।

বাজুস শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক বাবু মৃদুল রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি এমএ হান্নান আজাদ।  

বিশেষ অতিথি ছিলেন- বাজুসের কার্যনির্বাহী সদস্য ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট সদস্য বাবু পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের কার্যনির্বাহী সদস্য মো. মজিবর রহমান খান, বাজুসের কার্যনির্বাহী সদস্য কাজী নাজনীন হোসেন।

সঞ্চালনা করেন- বাজুস শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজল রায়। এসময় বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।  

এছাড়াও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। সভায় শরীয়তপুর জেলার বিভিন্ন জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।