ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কক্সবাজারে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
কক্সবাজারে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত  অনুষ্ঠানের শুরুতে বাজুসের সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রতিদিন’র বিজনেস এডিটর ও বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা শাখার মতবিনিময় সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা শহরের ঝাউতলা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের হলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।



অনুষ্ঠানের শুরুতে বাজুসের সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রতিদিন’র বিজনেস এডিটর ও বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।



প্রধান অতিথির বক্তব্যে ডা. দিলীপ কুমার রায় বলেন, বাজুস সব সময় বর্তমান সরকারের পাশে রয়েছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকবে বাজুস।

বাজুসের কক্সবাজার জেলা শাখার সভাপতি সুভাষ ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন’র বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, প্রণব সাহা ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি প্রমুখ।  



এছাড়া উপজেলা প্রতিনিধিদের মধ্যে সভায় ছিলেন রামু উপজেলা প্রতিনিধি রুপন ধর, টেকনাফ উপজেলা প্রতিনিধি স্বপন ধর, টেকনাফ পৌরসভা প্রতিনিধি নিবু রাখাইন, উখিয়া প্রতিনিধি শয়ন ধর, ঈদগাঁও প্রতিনিধি সিরাজুল হক, হ্নীলা প্রতিনিধি শিমুল ধর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুস কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিটন ধর।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০,২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।