ঢাকা: এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেছেন, তাদের সংগঠন দেশের সব শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এফবিসিসিআই সেফটি কাউন্সিল আয়োজিত তিন দিনব্যাপী ‘ট্রেইনিং অব ট্রেইনারস্- ফায়ার সেফটি, রেসকিউ অ্যান্ড ফার্স্ট এইড’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এই কার্যক্রমে ১২টি খাত ও ৪টি চেম্বার থেকে ৩৮ জন প্রশিক্ষক প্রশিক্ষণার্থী অংশ নেন। সমাপনী দিনে তাদের হাতে সনদ তুলে দেন সিনিয়র মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এর আগে তিনি বলেন দেশের শিল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইইএলওর সহযোগিতায় খাত ও চেম্বার ভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে এফবিসিসিআই। এসময় মালিকদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানানএই ব্যবসায়ী নেতা।
আইএলওর কর্মক্ষেত্র নিরাপত্তা বিশেষজ্ঞ মরিস এল ব্রুকস বলেন, এফবিসিসিআইয়ের সহযোগিতায় বাংলাদেশে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা সহজ হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে কারখানা পর্যায়ের অংশগ্রহণ থাকায় এফবিসিসিআই সেফটি কাউন্সিলকে ধন্যবাদ জানান তিনি। বলেন, বিনিয়োগ ছোট কিংবা বড় হোক, সব শিল্প কারখানায় নিরাপত্তা জরুরি।
অনুষ্ঠানে এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদুল্লাহ, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিজেস্টার অ্যান্ড এক্সপ্লুশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়াজ আলি চিশতী, এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০২২
এমকে/এমএমজেড