ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্পাদকীয়

ত্রিপুরার সিপাহীজলায় চোরাই কাঠ ও স’মিল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ত্রিপুরার সিপাহীজলায় চোরাই কাঠ ও স’মিল জব্দ ত্রিপুরায় আটক ভ্রাম্যমাণ স’মিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ও বন দফতরের যৌথ বাহিনী বিপুল চোরাই কাঠ, গাছের লগ ও কাঠ চেরাইর একটি ভ্রাম্যমাণ মিল জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে সিপাহীজলা জেলার ঝরঝরিয়া কুকিয়াছড়ার রাবার বাগানে অভিযান চালায় যৌথ বাহিনী। এদিনের অভিযানে ১শ' ফুট চেরাই কাঠ, ৮০ ফুট গাছের লগ ও কাঠ চেরাই করার একটি মিনি স’মিল জব্দ করে।

এ দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন এডিশনাল এস পি এস কে ডার্লং, সিপাহীজলা জেলার অন্তর্গত মেলাঘর বন দফতরের অফিসের কর্মকর্তা ও বিশাল পুলিশ বাহিশী।

এদিন জব্দকৃত কাঠ ও লগের মূল্য ১ লাখ ৩০ হাজার রুপি এবং মিনি স’মিলের মূল্য দেড় লাখ রুপি। জব্দ করা কাঠসহ মিলটি মেলাঘর বনদফতরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।  

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। তারা ঘটনা স্থলে পৌঁছার আগে চোরাকারবারিরা গভীর জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।