ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবস্থান কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২ ডিসেম্বর) ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রতিনিধিরা এ কর্মসূচির আয়োজন করে।

ক্যাম্পাসে সংঘটিত প্রাইভেটকারের আঘাতে নারীর মৃত্যুর ঘটনায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।  

অপরদিকে একই দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ শেষে অবস্থান কর্মসূচিতে সংহতি জানায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, এটি একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোনো পার্ক নয়, কোনো মহাসড়ক নয়। এ ক্যাম্পাসে কেন ট্রাক চলবে? এ ক্যাম্পাসে কেন মানুষের প্রাণ ঝড়বে? শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন। আজকে একজন নারী মারা গেল, এ জায়গায় অন্য কোনো শিক্ষার্থী হতে পারতো।  

শিক্ষার্থীরা বলেন, সরকারের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের সময় এ ক্যাম্পাসকে পার্কিংয়ের জায়গা হিসেবে ব্যবহৃত হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে পুরোপুরি উদাসীন। অবস্থান কর্মসূচিতে তারা দাবির সপক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।