ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট মনিরুজ্জামান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট মনিরুজ্জামান মনিরুজ্জামান খান

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্তমান প্রভোস্ট লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম শিক্ষাজনীত ছুটির কারণে আগামী ৮ জানুয়ারি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে ওই হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রভোস্টের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এ আদেশ আগামী ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।