ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতৃত্বে সোহান-সুইট

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতৃত্বে সোহান-সুইট ইমানুল সোহান ও মোখলেছুর রহমান সুইট

ইবি (কুষ্টিয়া): বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।  

এতে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের ইমানুল সোহানকে সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের মোখলেছুর রহমান সুইটকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আগামী এক বছর তারা দায়িত্বে থাকবেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে সংগঠনটির ১৭তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।  

প্রধান অতিথি হিসেবে নতুন কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।  

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান ও মেহেদী রাফি, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যক্ষ নূর আলম ও দপ্তর সম্পাদক আহসান হাবিব রানা।

শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমাদ গালিব, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক সুমন শেখ, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন।  

কার্যনির্বাহী সদস্য জি কে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন ও মামুন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।