ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

ঢাকা: বৃহস্পতিবার দেশের সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক-এর কাছে বোর্ডের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত ৪৪টি কলেজের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচমএমএস) পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।



হোমিওপ্যাথিক বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারনেটে এ ফল প্রকাশ করা হয়েছে। www.homoeopathicboardbd.org ওয়েব সাইটে এ ফলাফল পাওয়া যাবে।

এবার কলেজগুলোতে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষে মোট ১৩ হাজার ৩৫৮ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৭৬০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।

ফলাফল হস্তান্তরের সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. আশরাফুল ইসলাম, বোর্ডের রেজিস্টার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আলী আজম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
এনএস/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।