ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, দুই ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, দুই ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি)  রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজির আরাফাত তুষার (কবি জসীম উদ্দীন হল, শিক্ষাবর্ষ ২০১৭- ২০১৮) এবং আইন বিভাগের শিক্ষার্থী রাহুল রায়(জগন্নাথ হল, শিক্ষাবর্ষ ২০১৬-২০১৭) ।

‘তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এক দম্পতিকে হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা ফেব্রুয়ারি ৬, ২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।