ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধান শিক্ষকদের বদলি ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
প্রধান শিক্ষকদের বদলি ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ

ঢাকা: একই উপজেলার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম ৯ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) অধিদপ্তর এই নির্দেশনা দেয়।

 

নির্দেশনায় বলা হয়, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে প্রধান শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়, যা সহকারী শিক্ষকদের বদলি ও নিয়োগের কারণে অনিস্পন্ন অবস্থায় আছে।

অনিস্পন্ন বদলি কার্যক্রমের জন্য ৯ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার, ১১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় উপ-পরিচাকেদের শিক্ষক বদলি সম্পর্কিত ড্যাশবোর্ড উম্মুক্ত থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব বিভাগের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।