ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে আধুনিকমানের গবেষণা ল্যাব উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
খুবিতে আধুনিকমানের গবেষণা ল্যাব উদ্বোধন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে আধুনিকমানের গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের তৃতীয় তলায় স্থাপিত এ ল্যাবের নাম দেওয়া হয়েছে সোশ্যাল রিসার্চ ল্যাব।

প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ ল্যাবে জিরোক্লায়েন্ট পদ্ধতিতে তিনটি সার্ভার স্টেশনসহ ৪৬টি ওয়ার্কস্টেশন রয়েছে।

এছাড়া বহুমুখী ব্যবহারযোগ্য ইন্টারেক্টিভ হোয়াইটবোর্ড, ডাটা অ্যানালাসিসের জন্য আধুনিক ভার্সনের সফটওয়্যার রয়েছে। ব্র্যান্ডেড ইকুইপ্টমেন্ট সমৃদ্ধ ল্যাবটি এখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অন্যতম রিসোর্স। গবেষণা ত্বরান্বিত করাসহ শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ ল্যাবটি প্রভূত উপকারে আসবে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে এ ল্যাবটি।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি ল্যাবটি ঘুরে দেখেন।  

এর আগে ল্যাবটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মনস্কতা বাড়াতে গবেষণা প্রকল্পে বরাদ্দ, শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা বাড়ানো হয়েছে। গবেষকদের জন্য হাই ইম্প্যাক্ট জার্নালে নিবন্ধ প্রকাশে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রত্যেক ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনেও এ সুবিধা সৃষ্টি করা হবে।

উপাচার্য বলেন, বিশ্বমানের শিক্ষা গবেষণার জন্য উন্নত পরিবেশ ও সুবিধা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, গবেষণায় যাতে সামাজিক বিজ্ঞান স্কুল পিছিয়ে না থাকে সেজন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারণ আমরা যাই গবেষণা করি না কেন, উদ্ভাবন করি না কেন, তার অভীষ্ট হচ্ছে মানুষ ও সমাজ। মানুষের উন্নতি মানেই সমাজের সমৃদ্ধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং একচল্লিশ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে দেশপ্রেমিক দক্ষ জনশক্তি সৃষ্টি অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভাবে গড়ে তোলার নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে যাতে তারা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকে। তিনি এ ল্যাব স্থাপনের কাজে যেসব শিক্ষক নিয়োজিত ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান।  

সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান।

অনুষ্ঠানে ল্যাবটি স্থাপনের প্রেক্ষাপট ও বর্তমান উপাচার্যের সহযোগিতার কথা তুলে ধরে বক্তব্য দেন ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান প্রফেসর ড. মোসা. তাছলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায়। দীর্ঘ প্রত্যাশিত এ ল্যাবটি উদ্বোধন উপলক্ষে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন উৎফুল্ল।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।