ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ৩ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
জবিতে ৩ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬১তম সিদ্ধান্ত ৯১তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  

তিন শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. খায়রুল ইসলাম (আইডি নম্বর বি-১৮০৫০২০২৬) ও মফিজুল্লা (আইডি নম্বর- ১৮০১০৫০৫০) এবং সংগীত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মামুন রিপন (আইডি নম্বর বি-১৭১০৭০৩৮)।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।