ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

‘আর্থিক প্রতিকূলতায় কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
‘আর্থিক প্রতিকূলতায় কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়’

ঢাকা বিশ্ববিদ্যালয়: আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩২তম পুনর্মিলনীতে তিনি এ আহ্বান জানান।

 

উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এ পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী ও সাবেক সভাপতি এ কে আজাদ এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শবনম শেহনাজ চৌধুরী।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ‘অরণি-১৮’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলের জন্য অ্যালামনাইদের কৃতি সন্তানদের ক্রেস্ট দেওয়া হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।