ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষা, গুজবে কান না দেওয়ার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এমবিবিএস ভর্তি পরীক্ষা, গুজবে কান না দেওয়ার পরামর্শ

ঢাকা: আগামী ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ড. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১০ মার্চ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।