ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের আন্দোলনে জাবির সিনেট অধিবেশন স্থগিত

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশেষ সিনেট অধিবেশন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বেলা চারটায় এ অধিবেশন হওয়ার কথা ছিল।



উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবীতে শিক্ষকদের চলমান আন্দোলনের ফলে তা বাতিল করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ব্যানারের শিক্ষকরা বুধবার রাত তিনটা থেকে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১২
প্রতিবেদন: ওয়ালিউল্লাহ
সম্পদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।