ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে ফাইল ফটো

ঢাকা: অবশেষে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস জানিয়েছেন।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানায় পিএসসি।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে। বছরের ৩০ নভেম্বর দুই হাজার ৩০৯ পদের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।