ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

শিক্ষা

২৫ মার্চ কালরাত স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বলন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
২৫ মার্চ কালরাত স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (জাবি): একাত্তর সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

মোমবাতি প্রজ্বলন শেষে এক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালিদের ওপর অমানুষিক হত্যাকাণ্ড পরিচালনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্য কাজ করছেন। আমরা চাই এ স্বীকৃতি বিশ্ব দেবে। আজ আমরা ব্ল্যাক আউট কর্মসূচি পালন করবো। ২৫ মার্চের স্মৃতিকে ধারণ করে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে চাই।

বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, আমরা ২৫ মার্চের বেদনাকে হৃদয়ে ধারণা করবো। দেশকে ভালোবাসবো, দেশের কল্যাণে কাজ করবো। কীভাবে কাজ করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে, লাখ লাখ শহীদের আত্মা শান্তি পাবে- সে জন্য কাজ করে যাবো।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদ, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ