ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষায় আমরা বিশ্বমান অর্জন করতে চাই: দীপু মনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
শিক্ষায় আমরা বিশ্বমান অর্জন করতে চাই: দীপু মনি

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান সব ক্ষেত্রে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি।  শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্বমান অর্জন করতে চাই।

 

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, আশা করছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে।

এর আগে বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক মো. গোফরানসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি এএইএম আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
এর আগে, মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কস্থ আশিকাটি চাঁদ খাঁর দোকান সংলগ্ন ত্রাণ অধিদপ্তরের গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।