ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির আইসিটি সেলের প্রধান হলেন অধ্যাপক যুগল

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
জাবির আইসিটি সেলের প্রধান হলেন অধ্যাপক যুগল অধ্যাপক যুগল কৃষ্ণ দাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাসকে আইসিটি সেলের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।  

একইসঙ্গে সেলের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে একই বিভাগের অধ্যাপক ড. মো. এজহারুল ইসলামকে।

 

সোমবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানান।  

অফিস আদেশে রহিমা কানিজ বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের মৌখিক অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে আইসিটি সেলের ভারপ্রাপ্ত শিক্ষকের সাময়িক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাসকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে আইসিটি সেলের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হলো।

অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোয়াজ্জামের মৌখিক অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে আইসিটি সেলের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষকের সাময়িক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই বিভাগের অধ্যাপক ড. মো. এজহারুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে আইসিটি সেলের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।  

তাদের যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং প্রচলিত নিয়মে ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানান রহিমা কানিজ।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।