ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ তারিখ ১৭ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ৮, ২০১২

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার থেকে আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত।

তবে কেবলমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকেই এ আবেদন করা যাবে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম.এ হুরাইরা বাংলানিউজকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

মোবাইল ফোনে আবেদন করার জন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস (-) দিয়ে লিখতে হবে আরএজে (RAJ)।

এর পর স্পেস (-) দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস (-) দিয়ে সাবজেক্ট কোড লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে।

প্রতিটি বিষয় এবং প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি এসএমএস এ একটি পিন নম্বর দেওয়া হবে।

মোবাইল ফোনে ফিরতি এসএমএস আসার পর মেসেজ অপশনে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস দিয়ে ওয়াইইএস (YES) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে আবারও একটি স্পেস দিয়ে যোগাযোগের মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

যেসব বিষয়ে দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে, সেসব বিষয়ে একটি একটি সাবজেক্ট কোড (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) এর বিপরীতে দুটি আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে।

একই এসএমএমের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড লিখে পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ০৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।