ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ২, ২০২৩
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি (সিলেট): নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৯ এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের সাতজন শিক্ষার্থী।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের মনোনীত করা হয়। এ তালিকায় শাবিপ্রবির ৬টি অনুষদ থেকে ছয়জন এবং অধিভুক্ত মেডিকেল কলেজ থেকে একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রমোদ চন্দ্র বৈদ্য (সিজিপিএ-৩.৯২), সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান তিশা (সিজিপিএ-৩.৯২), লাইফ সায়েন্সেস অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া সিনতি দিশা (সিজিপিএ-৩.৯৫), এপ্লাইড সায়েন্সস অ্যান্ড টেকনোলজি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মাহাবুব আলম (সিজিপিএ-৩.৯৫), ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সৈয়দা রায়হানা আক্তার (সিজিপিএ-৩.৯০), এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী অঙ্গনা কুরি (সিজিপিএ-৩.৮৩), মেডিকেল সায়েন্সেস অনুষদ থেকে অধিভুক্ত মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মহেশ আচাৰ্য্য (প্রাপ্ত নম্বর-১২৮৮)।

স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে প্রতিবছরের ন্যায় এবারও আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ৭জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদ রয়েছে, এরমধ্যে যারা নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল করে তারা এ পদকের জন্য মনোনীত হন। ফলে শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহ পায়।

পরিশেষে এমন সম্মানজনক পদক চালু ও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী এবং ইউজিসির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ০২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।