ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জবির আইন অনুষদে প্রথম ডিন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মে ১০, ২০১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইনবিভাগকে অনুষদ ঘোষণার পর অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে এ অনুষদের প্রথম ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আইন অনুষদের ডিন হিসেবে পরবর্তী দুই বছরের জন্য নিযুক্ত করা হয়েছে।



উল্লেখ্য, অধ্যাপক ড. সরকার আলী আক্কাস আইন বিভাগের শুরু থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলোংগং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ১০,২০১২
এমএমএস/ সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।