ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা ড. রাশেদ তালুকদার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা ড. রাশেদ তালুকদার

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

রোববার (৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার  মো. ইউনুস আলী।

তিনি জানান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ০৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।