ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবিতে এপিএ বাস্তবায়নে কর্মশালা 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
বশেফমুবিপ্রবিতে এপিএ বাস্তবায়নে কর্মশালা 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়। এটি মূলত একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মদক্ষতার প্রতিফলন।  

তিনি বলেন, তাই এ চুক্তির লক্ষ্যগুলোর সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে এবং বাস্তবায়নযোগ্য কর্মকাণ্ডসমূহকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতাভুক্ত করতে হবে।  

এপিএকে প্রশাসনিক কাজ পরিমাপের প্যারামিটার হিসেবে উল্লেখ করে এর লক্ষ্যগুলোকে দক্ষতা ও প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবায়নের জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান প্রফেসর ড. মো. আবু তাহের।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ টিমের আহ্বায়ক প্রফেসর ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন। আর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে রূপকল্প ঘোষণা করেছেন- তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা-গবেষণায় অভূতপূর্ব সাফল্য অর্জন করতে হবে। এক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালক, এপিএ কমিটির ফোকাল পয়েন্টরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামান।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মে ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ