ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের প্রধান মিজানুর রহমান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, মে ৮, ২০২৩
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের প্রধান মিজানুর রহমান

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

তিনি বলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তাকে সমাজকর্মের বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমানকে এ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ০৮ মে, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।